শিরোনাম

6/recent/ticker-posts

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়াল


আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একের পর এক শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি হয়েছে। নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শত শত মানুষ। রবিবার (৮ অক্টোবর) তালেবান মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এপি।

প্রথমবার ভূমিকম্পের পর আরও তিনবার আফটার শখ অনুভূত হয়। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর হেরাত থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

বর্তমানে আফগানিস্তানে মানবিক সংকট চলছে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিতে চরম অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। যা এখনও অব্যাহত।

ইরানের সীমান্তবর্তী শহর হেরাতে ১৯ লাখ মানুষ বসবাস করে। এ অঞ্চলটি আগে থেকেই খরার কবলে পড়ে। এখন আবার ভূমিকম্পের আঘাত।