বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তনে তাকে এই ডিগ্রী প্রদান করা হয়।
সমাবর্তনে সনদ তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এর আগে, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন বক্তা হিসেবে এতে যোগ দেন। বিশ্ববিদ্যালয় আচার্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় তাঁর অনুমতিক্রমে বিশেষ এই সমাবর্তনে সভাপতিত্ব করছেন উপাচার্য এম. আখতারুজ্জামান।