শিরোনাম

6/recent/ticker-posts

চরভদ্রাসনে গ্রামের সাধারণ মানুষকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে ব্যতিক্রমী আয়োজন


ফরিদপুর জেলা প্রতিনিধি-

গ্রামের সাধারণ মানুষকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিকেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বেলুন উড়িয়ে সার্বজনীন পেনশন স্কিম কার্যক্রমের উদ্বোধন করেন।

চরভদ্রাসন উপজেলা চত্বরে এলাকাবাসীর জন্য সকাল থেকে ৪টি ইউনিয়ন পরিষদের ব্যানারে পেনশন স্কিমের রেজিস্টেশন বুথ বসানো হয়। চরভদ্রাসন, গাজিরটেক, চর হরিরামপুর, চরঝাউকান্দা ইউনিয়নের ৫ শতাধিক মানুষ পেনশন স্কিমের জন্য রেজিস্ট্রেশন করেন।

পরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে কৃষি আবহাওয়া কেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়া কৃষকের মাঝে সার ও তৈলবীজ বিতরণ, অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করেন তিনি।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ বলেন, ‘জনগণকে আর্থিক নিরাপত্তার আওতায় আনতে সরকারের এই মহতী উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই উপজেলায় শতভাগ মানুষকে পেনশন স্কিমের আনতে সবার সহযোগিতা কামনা করছি। পেনশন স্কিমের আওতায় এনে চরভদ্রাসন উপজেলাকে দেশের মধ্যে একটি মডেল উপজেলায় পরিণত করব।’

তিনি আরও বলেন, ইতিমধ্যেই ৫ শতাধিক মানুষ রেজিস্ট্রেশন করেছে। আগামী ১৫ দিনের মধ্যে একটি ওয়ার্ডের সব মানুষকে এর আওতায় আনব। পরবর্তীতে উপজেলার সব মানুষকে পেনশন স্কিমের আওতায় আনা হবে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সাধারণ জনগণ ও প্রবাসীদের জন্য যে সার্বজনীন পেনশন স্কিমটি চালু করেছেন, তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চরভদ্রাসন উপজেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছেন তা মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের মধ্যে চরভদ্রাসন উপজেলা পরিষদ যে উদ্যোগ গ্রহণ করেছে তা মডেল হিসেবে পরিণত হবে। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন তা প্রতিটি ইউনিয়নে বাস্তবায়ন করে দেশের মধ্যে জনসাধারণের পেনশন স্কিমটি চালু করে মডেল উপজেলা হবে চরভদ্রাসন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।