শিরোনাম

6/recent/ticker-posts

সুরা আল-ওয়াকিয়াহ


সুরা আল-ওয়াকিয়াহ। পবিত্র কোরআনুল কারিমের ৫৬তম সুরা। এই সুরার আয়াত সংখ্যা ৯৬। আর রুকু আছে ৩টি। সুরা ওয়াকিয়াহ মক্কায় অবতীর্ণ হয়। সুরা আল ওয়াক্বিয়ার অর্থ নিশ্চিত ঘটনা। ‍মুফাসসিরে কিরাম বলেন, ওয়াকিয়া অর্থ কিয়ামতও বটে।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়াহ তেলাওয়াত করবে, তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না।’ (বাইহাকি, শুআবুল ঈমান; হাদিস : ২৪৯৮)

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) তার মেয়েদের প্রত্যেক রাতে এ সুরা তেলাওয়াত করার আদেশ করতেন। (বাইহাকি, শুআবুল ঈমান; হাদিস : ২৪৯৮)

সূরা ওয়াকিয়ার বাংলা উচ্চারণ তুলে ধরা হলো-

১) ইযা-ওয়াকা‘আতিল ওয়া-কি‘আহ।
২) লাইছা লিওয়াক‘আতিহা-কা-যিবাহ।
৩) খা-ফিদাতুর রাফি‘আহ।
৪) ইযা-রুজ্জাতিল আরদুরাজ্জা-।

৫) ওয়া বুছছাতিল জিবা-লুবাছছা-।
৬) ফাকা-নাত হাবাআম মুমবাছছা-।
৭) ওয়া কুনতুম আঝওয়া-জান ছালা-ছাহ।
৮) ফাআসহা-বুল মাইমানাতি মাআসহা-বুল মাইমানাহ।

৯) ওয়া আসহা-বুল মাশআমাতি মাআসহা-বুল মাশআমাহ ।
১০) ওয়াছছা-বিকূনাছছা-বিকূন।
১১) উলাইকাল মুকাররাবূন।
১২) ফী জান্না-তিন না‘ঈম।

১৩) ছু ল্লাতুম মিনাল আওওয়ালীন।
১৪) ওয়া কালীলুম মিনাল আ-খিরীন।
১৫) ‘আলা-ছুরুরিমমাওদূ নাহ।
১৬) মুত্তাকিঈনা ‘আলাইহা-মুতাকা-বিলীন।

১৭) ইয়াতূ ফূ‘আলাইহিম বিলদা-নুমমুখাল্লাদূন।
১৮) বিআকওয়া-বিওঁ ওয়া আবা-রীকা ওয়াকা’ছিম মিম্মা‘ঈন।
১৯) লা-ইউসাদ্দা‘ঊনা ‘আনহা-ওয়ালা ইউনঝিফূন।
২০) ওয়া ফা-কিহাতিম মিম্মা-ইয়াতাখাইয়ারূন।

২১) ওয়া লাহমি তাইরিম মিম্মা-ইয়াশতাহূন।
২২) ওয়া হূরুন ‘ঈন।
২৩) কাআমছা-লিল লু’লুয়িল মাকনূন।
২৪) জাঝাআম বিমা-কা-নূইয়া‘মালূন।

২৫) লা-ইয়াছমা‘ঊনা ফীহা-লাগওয়াওঁ ওয়ালা-তা’ছীমা-।
২৬) ইল্লা-কীলান ছালা-মান ছালা-মা-।
২৭) ওয়া আসহা-বুল ইয়ামীনি মাআসহা-বুল ইয়ামীন।
২৮) ফী ছিদরিম মাখদূদ।

২৯) ওয়া তালহিমমানদূ দ।
৩০) ওয়া জিলিলমমামদুদ।
৩১) ওয়া মাইমমাছকূব।
৩২) ওয়া ফা-কিহাতিন কাছীরাহ।

৩৩) লা-মাকতূ‘আতিওঁ ওয়ালা-মামনূ‘আহ।
৩৪) ওয়া ফুরুশিমমারফূ‘আহ।
৩৫) ইন্নাআনশা’না-হুন্না ইনশাআ।
৩৬) ফাজা‘আলনা-হুন্না আবকা-রা।

৩৭) ‘উরুবান আতরা-বা-।
৩৮) লিআসহা-বিল ইয়ামীন।
৩৯) ছু ল্লাতুম মিনাল আওওয়ালীন।
৪০) ওয়া ছুল্লাতুম মিনাল আ-খিরীন।

৪১) ওয়া আসহা-বুশশিমা-লি মাআসহা-বুশ শিমা-ল।
৪২) ফী ছামূমিওঁ ওয়া হামীম।
৪৩) ওয়া জিলিলম মিইঁ ইয়াহমূম।
৪৪) লা-বা-রিদিওঁ ওয়ালা-কারীম।

৪৫) ইন্নাহুম কা-নূকাবলা যা-লিকা মুতরাফীন।
৪৬) ওয়াকা-নূইউসিররূনা ‘আলাল হিনছিল ‘আজীম।
৪৭) ওয়া কা-নূইয়াকূলূনা আইযা-মিতনা-ওয়া কুন্না-তুরা-বাওঁ ওয়া ‘ইজা-মান আইন্নালামাব‘ঊছূন।
৪৮) আওয়া আ-বাউনাল আওওয়ালূন।

৪৯) কুল ইন্নাল আওওয়ালীনা ওয়াল আ-খিরীন।
৫০) লামাজমূ‘ঊনা ইলা-মীকা-তি ইয়াওমিম মা‘লূম।
৫১) ছু ম্মা ইন্নাকুম আইইয়ুহাদ্দাললূনাল মুকাযযি বূন।
৫২) লাআ-কিলূনা মিন শাজারিম মিন ঝাক্কূম।

৫৩) ফামা-লিঊনা মিনহাল বুতূন।
৫৪) ফাশা-রিবূনা ‘আলাইহি মিনাল হামীম।
৫৫) ফাশা-রিবূনা শুরবাল হীম।
৫৬) হা-যা-নুঝুলুহুম ইয়াওমাদ্দীন।

৫৭) নাহনুখালাকনা-কুম ফালাওলা-তুসাদ্দিকূন।
৫৮) আফারাআইতুমমা-তুমনূন।
৫৯) আ আনতুম তাখলুকূনাহূআম নাহনুল খা-লিকূন।
৬০) নাহনুকাদ্দারনা-বাইনাকুমুল মাওতা ওয়ামা-নাহনুবিমাছবূকীন।

৬১) ‘আলাআননুবাদ্দিলা আমছা-লাকুম ওয়া নুনশিআকুম ফী মা-লা-তা‘লামূন।
৬২) ওয়া লাকাদ ‘আলিমতুমুন্নাশআতাল ঊলা-ফালাওলা-তাযাক্কারূন।
৬৩) আফারাআইতুম মা-তাহরুছূন।
৬৪) আআনতুম তাঝরা‘ঊনাহূআম নাহনুঝঝা-রি‘ঊন।

৬৫) লাও নাশা-উ লাজা‘আলনা-হু হুতা-মান ফাজালতুম তাফাক্কাহূন।
৬৬) ইন্না-লামুগরামূন।
৬৭) বাল নাহনুমাহরূমূন।
৬৮) আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবূন।

৬৯) আ আনতুম আনঝালতুমূহু মিনাল মুঝনি আম নাহনুল মুনঝিলূন।
৭০) লাও নাশাউ জা‘আলনা-হু উজা-জান ফালাওলা-তাশকুরূন।
৭১) আফারাআইতুমুন্না-রাল্লাতী তূরূন।
৭২) আ আনতুম আনশা’তুম শাজারাতাহাআম নাহনুল মুনশিঊন।

৭৩) নাহনুজা‘আলনা-হা-তাযকিরাতাওঁওয়া মাতা-‘আল লিলমুকবিন।
৭৪) ফাছাববিহবিছমি রাব্বিকাল ‘আজীম।
৭৫) ফালাউকছিমুবিমাওয়া-কি‘ইননুজূম।
৭৬) ওয়া ইন্নাহূলাকাছামুল লাও তা‘লামূনা ‘আজীম।

৭৭) ইন্নাহূলাকুরআ-নুন কারীম।
৭৮) ফী কিতা-বিম মাকনূন।
৭৯) লা-ইয়ামাছছুহূইল্লাল মুতাহহারূন।
৮০) তানঝীলুম মির রাব্বিল ‘আ-লামীন।

৮১) আফা বিহা-যাল হাদীছিআনতুম মুদহিনূন।
৮২) ওয়া তাজ‘আলূনা রিঝকাকুম আন্নাকুম তুকাযযি বূন।
৮৩) ফালাও লাইযা-বালাগাতিল হুলকূম।
৮৪) ওয়া আনতুম হীনাইযিন তানজু রূন।

৮৫) ওয়া নাহনুআকরাবুইলাইহি মিনকুম ওয়ালা-কিল্লা-তুবসিরূন।
৮৬) ফালাওলাইন কুনতুম গাইরা মাদীনিন।
৮৭) তার জি‘ঊনাহাইন কুনতুম সা-দিকীন।
৮৮) ফাআম্মাইন কা-না মিনাল মুকাররাবীন।

৮৯) ফারাওহুওঁ ওয়া রাই হা-নুওঁ ওয়া জান্নাতুনা‘ঈম।
৯০) ওয়া আম্মাইন কা-না মিন আসহা-বিল ইয়ামীন।
৯১) ফাছালা-মুল্লাকা মিন আসহা-বিল ইয়ামীন।
৯২) ওয়া আম্মাইন কা-না মিনাল মুকাযযি বীনাদ্দাল্লীন।

৯৩) ফানুঝুলুম মিন হামীম।
৯৪) ওয়া তাসলিয়াতুজাহীম।
৯৫) ইন্না হা-যা-লাহুওয়া হাক্কুল ইয়াকীন।
৯৬) ফাছাব্বিহবিছমি রাব্বিকাল ‘আজীম।