আ. লীগের আনন্দ মিছিল অন্যদিকে বৃহস্পতিবার আধাবেলা হরতালের ডাক
বুধবার, নভেম্বর ১৫, ২০২৩
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আগমী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে দেশের বিভিন্নস্থানে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
অন্যদিকে, তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।