আকাশ রেল দেখলাম, এবার পাতাল রেল করবো- প্রধানমন্ত্রী
শনিবার, নভেম্বর ০৪, ২০২৩
উড়ালের পর এবার পাতাল রেল করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একের পর এক বড় বড় স্বপ্ন পূরণ করছি। আওয়ামী লীগ মানুষের স্বপ্ন পূরণে সব সময় কাজ করে। শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলের উদ্বোধন শেষে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন তিনি।
এর আগে এমআরটি লাইন-৬, আগারগাঁও থেকে মতিঝিল স্টেশনে বিকেল ৩টা ৩৮ মিনিটে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এরপর আরামবাগে জনসভায় অংশ নেন সরকারপ্রধান।