রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় বিহঙ্গ পরিবহনে আগুন দিতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে সিয়াম নামের এক যুবক। পরে গণপিটুনি দিয়ে ওই যুবককে পুলিশে দেয় তারা।

তফসিলকে অবৈধ ঘোষণা করে হরতালের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত ও সরকারবিরোধী দলগুলো। টানা ৪৮ ঘণ্টা হরতালের আগের দিন শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে তালতলায় বিহঙ্গ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনার পর সিয়াম নামের ওই যুবককে আটক করে উপস্থিত জনতা।

অন্যদিকে, রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলিস্তান টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।