ঢাকা থেকে কক্সবাজারে যাবে রেল, এ খবর এখন নতুন নয়। তবে, মাত্র ১৮৮ টাকায় ঢাকা থেকে সমুদ্র দেখতে যাওয়া যাবে তা হয়তো অনেকেই ভাবেননি। আগামী ১ ডিসেম্বর থেকে কেউ চাইলে এই ভাড়ায় রাজধানী থেকে পর্যটন নগরীতে যেতে পারবেন।
কাল শনিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারে আইকনিক রেলস্টেশনে এই রেলপথের উদ্বোধন করবেন তিনি।সরকারপ্রধান এরপরে স্টেশন থেকে রামু পর্যন্ত নবনির্মিত ১২ কিলোমিটার রেলপথ ভ্রমন করবেন ট্রেনে। এর মধ্য দিয়ে শুরু হবে চট্টগ্রাম-কক্সবাজার রেলযাত্রা। পরে ঢাকা-কক্সবাজারে রেলপথে চালু হবে রেল চলাচল।
ঢাকা-কক্সবাজার রুটে নন এসি মেইল ট্রেনে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা ১৮৮ টাকা। আর সর্বোচ্চ ভাড়া এসি বার্থে ১ হাজার ৭২৫ টাকা।