রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে বিএনপির তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে মিরপুর ১০ এ জ্যামে আটকে থাকা একটি দোতলা বাসের সিটে আগুন লাগানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও মো. শামীম (৪৫)। আসামীদের জিজ্ঞাসাবাদ আব্যহত আছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১ নম্বরের বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। এ নিয়ে অবরোধের আগের রাতেই রাজধানীতে তিন বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেলো।