প্রভাবশালী টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম, ‘শেখ হাসিনা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’।
চলতি বছর সেপ্টেম্বরের শুরুতে ঢাকায় এসে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেন টাইম ম্যাগাজিনের সাংবাদিক চার্লি ক্যাম্পবেল।
বৃহস্পতিবার সেই সাক্ষাৎকারের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছে ম্যাগাজিন টাইম। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা হিসেবে আখ্যায়িত করা হয়।
গত এক দশকে বাংলাদেশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিনত করায় শেখ হাসিনার প্রশংসা করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিনটি। মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানানো হয়।
https://x.com/TIME/status/1720048564506677318?s=20