দেশ ও দেশের বাইরে সুন্দরী নারী সরবরাহকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ চক্রের প্রধান সামিনা আলম নীলা বিশ্ববিদ্যালয়পড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬ হাজার সুন্দরী নারী সরবরাহ করেছে বলে জানিয়েছে ডিবি। এসব নারীর মধ্যে শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের মেয়েরাই বেশি।
গ্রেপ্তাররা হলেন— চক্রের প্রধান সামিনা আলম নীলা, তার সহযোগী সৌরভ ইসলাম, তাসনিয়া বেলা, সাকিব আহম্মেদ ও মানসিব হায়াত। চৈতি নামে চক্রের এক সদস্য এখনও পলাতক।
ডিবিপ্রধান বলেন, গ্রেপ্তার সাকিব অভিজাত এলাকায় চলাফেরা করতো এবং নিজেকে সচিবের ছেলে বলে পরিচয় দিত। তার গাড়িতে পতাকা লাগানো ছিল, সঙ্গে বডিগার্ড রাখতো। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, তার বাবা লেখাপড়াই জানেন না। সম্প্রতি সাকিব সোনালী নামে এক মেয়ের কাছ থেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ করেছে। সচিবের ছেলে পরিচয়ে এসব প্রতারণা করতো সে।
তদন্তে সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।