গডজিলা ও কিং কং চরিত্র দুটি বেশ কয়েক বছর ধরেই আলাদা করে সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। এই দুই চরিত্র আবার আসছে পর্দায়। প্রকাশ পেয়েছে ‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’-এর ট্রেলার। ছবিটি মুক্তি পাবে ২০২৪-এ।
ট্রেলারের শুরুতেই দেখা যায় পিরামিডের পাশে মাটি ফুড়ে প্রকাণ্ড এক হাত উঠে আসে। বিশ্বের মধ্যে লুকিয়ে থাকা এক বিশাল অনাবিষ্কৃত হুমকি নিয়ে লড়াই হবে কং ও গডজিলার। ছবিতে টাইটানদের ইতিহাস, তাদের উত্স, স্কাল আইল্যান্ড এবং তার বাইরের রহস্যগুলো তুলে ধরবে। সাথে দেখানো হবে পৌরাণিক যুদ্ধ যার মাধ্যমে এই প্রানীর সৃষ্টি হয় এবং তারা মানবজাতির সাথে যুক্ত হয়।
সেই সাথে দেখা যাবে নতুন শক্তিশালী এক গডজিলাকে।