নেত্রকোনা থেকে ঢাকামুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আজ বুধবার ভোর চারটার দিকে গাজীপুরের ভাওয়ালের কাছে বনখড়িয়া এলাকায় লাইনচ্যুত হয়।
ট্রেন দুর্ঘটনায় ১ জন যাত্রী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইঞ্জিন ও চারটি বগি পড়ে ছিল রেললাইনের পূর্ব দিকে। বাকি বগিগুলো লাইনের পশ্চিমে পড়ে ছিল। সবশেষ বেলা সাড়ে ১১টার দিকে একটি এক্সকাভেটর মেশিনের সাহায্যে দুটি বগি লাইন থেকে সরানো হয়েছে। এ ছাড়া ঢাকা থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে উদ্ধারকারী ট্রেন। ঘটনাস্থলের বিশাল এলাকা ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।