মহান বিজয় দিবস সমগ্র বাঙালি জাতির এক গৌরবময় দিন। প্রতি বছর এই মাহেন্দ্রক্ষণ এলেই কোটি বাঙালি শ্রদ্ধাভরে স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশি-বিদেশি কূটনীতিক আর সর্বসাধারণের আগমন ঘিরে প্রায় এক মাস আগে থেকেই প্রস্তুত হতে থাকে সাভার জাতীয় স্মৃতিসৌধ।
শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে চলছে ৫২তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তিন বাহিনীর কুচকাওয়াজ ও মোটরসাইকেল মহড়া।
আর কয়েক প্রহর পরেই ১৬ ডিসেম্বর সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনে পুরোপুরি প্রস্তুত হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ।