রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বস্তিতে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত ২ জন নিহতের খবর পাওয়া গেছে। আগুনে বস্তির তিনশোরও বেশি ঘর পুড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট বা গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বস্তিতে কমপক্ষে ৩০০ এর মতো ঘর ছিল জানিয়ে বস্তির বাসিন্দাদের দাবি, আগুনে বস্তির প্রায় সব ঘরই পুড়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন বস্তির বাসিন্দারা।