শিরোনাম

6/recent/ticker-posts

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ফরিদপুর


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরে আসছেন আজ মঙ্গলবার। বিকালে তিনি শহরের রাজেন্দ্র কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে ফরিদপুরে যাবেন। দুপুরে ফরিদপুর পৌঁছে তিনি সার্কিট হাউসে দুপুরের খাবার গ্রহণ করবেন। বেলা তিনটার দিকে তিনি সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সভাস্থলে আসবেন। জনসভা শেষ করে সড়কপথে তিনি ঢাকায় ফিরবেন।

নেতাকর্মীদের মাঝে চলছে খুশীর জোয়ার। জেলা আওয়ামী লীগের পক্ষ হতে সবাইকে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন নিরাপদ ও নির্বিঘ্ন করতে শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশ, টহল পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। শহরে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।