রাজধানীর হাজারীবাগে বাসার বাথরুম থেকে একজন নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম তানিয়া আক্তার (৩৫)।
রবিবার (২১ জানুয়ারি) বিকালে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) নিকলেশ চন্দ্রকর পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকালে সংবাদ পেয়ে হাজারীবাগ ১৭/১ মিতালি রোড এর সপ্তম তলা ভবনের সপ্তম তলার কক্ষের ভিতরের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিল। ওই রুমে তারা স্বামী-স্ত্রী থাকতেন।
এই বিষয়ে হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার ভাবে জানা যাবে।