ইরানের কেরমান প্রদেশে জোড়া বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭৩ জন নিহত এবং ১৭১ জনেরও বেশি আহত হয়েছেন। সংবাদ মাধ্যম বিবিসি ও দেশটির বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গুপ্ত হামলায় নিহত কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজারো মানুষ প্রদেশটির 'শহীদ গুলজার' কবরস্থানের দিকে যাওয়ার পথে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ভয়াবহতা দেখে হতবিহ্বল মাজারমুখী মানুষ দ্রুত সড়ক ছেড়ে দেয় যাতে অ্যাম্বুলেন্স বিস্ফোরণস্থলের দিকে দ্রুত যেতে পারে। প্রদেশটির জরুরি বিভাগের প্রধান জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় আহতদের প্রদেশিক বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।