বছর চারেক আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিচালক সালমান হায়দার ‘শেখ রাসেলের আর্তনাদ’ শিরোনামের শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সে সময় সিনেমাটির প্রধান চরিত্রগুলোর লুকও প্রকাশ করেছিলেন এই নির্মাতা। যেখানে দেখা গেছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী মৌসুমী। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা চরিত্রে অপর্ণা ঘোষ ও শেখ রেহানা চরিত্রে আশনা হাবিব ভাবনা অভিনয় করবেন।

ঘোষণার পর সিনেমাটির নির্মাণকাজ শুরু হলেও নানা কারণে নির্মাণ থেমে যায়। নতুন করে এর নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। তবে সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অপর্ণা ঘোষ নন, নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। সিনেমায় অপু পারিশ্রমিক নিয়েছেন ১০০ টাকা।

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ব্যবসাতে সময় দিচ্ছেন তিনি। নতুন বছর আবার নতুন ব্যবসার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি।

অপু বিশ্বাস বলেন, সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।

এই ছবিতে আরও অভিনয় করছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজা। এছাড়া শেখ রাসেলের চরিত্রে অভিনয়ের জন্য শিশুশিল্পী খোঁজা হচ্ছে বলেও জানান নির্মাতা।