জাতীয় সংসদের নারী আসনে আজ ৬ ফেব্রুয়ারি শুরু করে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরম বিক্রি ঘিরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কর্মী–সমর্থক ও অনুসারীদের সঙ্গে নিয়ে এসে মনোনয়ন ফরম কিনে নিচ্ছেন মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা।এই ভিড়ে সামিল হয়েছেন চলচ্চিত্র জগতের নায়িকারাও।
প্রথম দিন মনোয়নয়ন ফরম তুলছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সোহানা সাবা ও নিপুন আক্তার।
এদিন বেলা ১১টায় মনোনয়নপত্র সংগ্রহ করেন অপু বিশ্বাস। এর আগে সোয়া ১০টার দিকে ফরম নেন চিত্রনায়িকা সোহানা সাবা। এছাড়া নায়ক রিয়াজকে সঙ্গে নিয়ে ফরম তুলেন অভিনেত্রী নিপুন আক্তার।
রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে মনোনয়নপত্র কিনেন অপু বিশ্বাস। আর নিপুণ আক্তার চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।
মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা করে।
উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য তাদের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। ফলে আওয়ামী লীগ নিজ দলের এবং স্বতন্ত্রদের মিলে মোট ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবেন।