শিরোনাম

6/recent/ticker-posts

হযরত শাহ্ মখদূম রুপোস (র) দরগায় ৭১৪ তম ওরশ মোবারক


পরিছন্ন সবুজে ঘেরা রাজশাহীর মধ্যমনি হযরত শাহ্ মখদূম রুপোস ( রঃ ) রওজা শরীফে আগামী ৮ ও ৯ ই ফেব্রোয়ারী রোজঃ বৃহঃপতি ও শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭১৪ তম বাষিক ওরশ মোবারক। 

এ উপলক্ষে দরগা শরীফে চলছে নানান রকম আয়োজন।দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজ থেকেই আসছে অগনিত মানুস। একই সাথে প্রায় ২৬ কোটি টাকা বাজেটে সরকারী ভাবে জেলা প্রসাশক ও মাননীয় মেয়র খায়রুজ্জামাব লিটনের ও স্হানীয় (৯) নং ওর্য়াড কাউন্সিলার রাসেল জামানের সার্বক্ষনিক মনিটরিং এ চলছে দরগার উন্নয়নের ৩/৪ টি প্রকল্পের কাজ। 

১) মেইন গেইট ৪ তলা। 
২) মসজিদ নির্মান অত্যাধুনিক ভাবে বহুতল। 
৩) অস্হায়ী মসজিদ নির্মানের কাজ। 
৪) মাদ্রাসার ভবন সংস্কারের কাজ। 

এবং পুকুরের চারপার্শ্বে লাইটিং সহ অন্যান্য কাজ। রাজশাহী বাসীসহ বিভিন্ন এলাকার শতশত মানুস আসছে এই পবিত্র ওরশে শরীক হতে।। দরগা শরীফের নতুন্ত্য সত্যিই অত্যাধুনিক ভাবে গড়ে তোলা হচ্ছে, যা রাজশাহীকে আরো সৌন্দয্যে পরিনত করবে।

অন্যদিকে, আজ বাদ জোহুর মাননীয় শিক্ষামন্রী মহোদ্ধয় রাজশাহী পলিটেকনিক্যাল ইউনিস্টিটিউট, রাজশাহী মহিলা কলেজ,, পবিত্র ওরশ উপলক্ষে হযরত শাহ্ মখদূম (র) দরগা শরীফ জিয়ারত করেন। এ সময় রাজশাহী মহানগর পুলিশ কমিশনার, স্হানীয় কাউন্সিলার গন এবং প্রসাশনের উর্ধতন কর্মকর্তাগন উপস্হিত ছিলেন।।