সিলেট টেস্টের প্রথম ইনিংসে খালেদ আহমেদের তোপে পড়ে শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে দ্বিতীয় সেশনের পুরোটাই দাপট দেখায় তারা। তৃতীয় সেশনে একের পর এক আঘাত হানেন নাহিদ রানা। তাতে ২৮০ রান করে অলআউট হয় সফরকারী দল।
শুক্রবার (২২ মার্চ) টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বোলিং করতে নেমে ইনিংসে দ্বিতীয় ওভারে প্রথম উইকেট শিকার করেন খালেদ। ওভারের শেষ বলে লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে তৃতীয় স্লিপে ক্যাচ বানান খালেদ। ডানহাতি এই পেসারকে ড্রাইভ করতে গিয়ে ব্যাটে বলে ভালো মতো সংযোগ ঘটাতে পারেননি ওপেনার নিশান মাদুশকা (৯ বলে ২)। ব্যাটের কানায় লেগে বল চলে যায় মেহেদি হাসান মিরাজের কাছে।
সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল শ্রীলঙ্কা। খালেদ আহমেদের বোলিং তোপে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার মাদুশকাকে তুলে নেন খালেদ। তার আউটের পর অবশ্য মন্থর ব্যাটিং করতে থাকে লঙ্কানরা। প্রথম উইকেট হারানোর পর কুশাল মেন্ডিসকে নিয়ে ৩৭ রানের জুটি গড়েন দিমুথ করুনারত্নে। ইনিংসের ১২তম ওভারে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মেন্ডিস। ওই ওভারের শেষ বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন করুনারত্নে।