বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে দ্যা রিপোর্টের প্রতিবেদক অভিশ্রুতি শাস্ত্রী মারা গেছেন। শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে এসে সহকর্মীরা তার মরদেহ শনাক্ত করেছেন। তার মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অভিশ্রুতির মৃত্যুতে তার সহকর্মীদের মধ্যে শোক বইছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে পুলিশ, আনসার, র‌্যাব ও এনএসআই। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।