বাংলাদেশের দর্শকদের মধ্যে গডজিলা ও কিং কংয়ের বেশ জনপ্রিয়তা রয়েছে। মনস্টারজগতের দুই মহারথীর দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকেন দর্শকেরা। প্রায় তিন বছর পর আবারও দর্শকের সামনে আসছে গডজিলা ও কিং কং।
সবশেষ ২০২১ সালে ‘গডজিলা ভার্সেস কং’ ছবিতে মনস্টার জগতের দুই মহারথী কিং কং ও গডজিলার দ্বৈরথ দেখা গেছে। মহামারি করোনার মধ্যেও ছবিটি দর্শকদের দারুণ সাড়া পেয়েছিল। যার ধারাবাহিকতায় এবার পর্দায় আসছে তার সিক্যুয়েল ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’। আজ ২৯ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে এই ছবি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে এটি।
গত বছরের ডিসেম্বরে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের ইউটিউব চ্যানেলে ছবির ট্রেলার মুক্তির পর আলোচনার ঝড় তুলেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে ৮ মিলিয়নের বেশি দর্শক ট্রেলার দেখে ফেলেছেন।
![]() |
‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ |
আগের ছবির মতো এই ছবিও পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড। ছবিতে আগের চরিত্রেই দেখা যাবে রেবেকা হল, ব্রিয়ান টাইরি ও কেলি হটলকে। এ ছাড়া এবার নতুন যোগ হয়েছেন ড্যান স্টিভেনস ও ফালা চেন।
একজন অরণ্যসংকুল নির্জন দ্বীপের বাসিন্দা, আর অন্যজন প্রশান্ত মহাসাগরের গভীর তলদেশ থেকে উঠে আসা প্রাগৈতিহাসিক চেহারার দানব। একজন থাকে স্কাল আইল্যান্ড নামের এক রহস্যময় দ্বীপে। অন্যজন মহাসাগরের জলরাশির তলায়। লিজেন্ডারির মনস্টারভার্স ফ্র্যাঞ্চাইজির ছবিগুলো যে চোখধাঁধানো গ্রাফিক্স আর দক্ষ এডিটিংয়ের কারণে দর্শকের কাছে দানব জগতের মহিমাকে একেবারেই অন্য আবেদনে উপনীত করেছে, তা বোঝা যায় এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা থেকে।