ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে উদ্বোধন হলো জামিয়া মোহাম্মাদীয়া জয়নাল আবেদন কওমী মাদরাসা ও এতিমখানা ।

শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১২ টায় পৌরসভার সূর্যপাশা এলাকায় প্রধান অতিথি হিসেবে মাদরাসার শুভ উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।

মাদরাসা উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ইমাম সম্মেলন ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জামিয়া মোহাম্মদীয়া জয়নাল আবেদীন কওমী মাদরাসার প্রতিষ্ঠা ইঞ্জিনার মো. সাইফুল ইসলাম ইমামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী,নওমুসলিম মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী, গাজীপুর জামিয়া মোহাম্মদীয়া এমদাদুল উলূম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ খান,বরিশাল পলিটেকনিক কলেজের খতিব মুফতি রুহুল আমিন,নলছিটি থানা মসজিদের খতিব মাওলানা বাহাউদ্দীন, পোলেরহাট কেন্দ্রী জামে মসজিদের খতিব মাওলানা শাহজালাল জিহাদি।