অ‌গ্নি ঝুঁ‌কির কার‌ণে ‌ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট ভবন সিলগালা ক‌রে‌ছে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি কর‌পো‌রেশন। আজ সোমবার ভবনটি সিলগালা করা হয়।

জানা যায়, ১৪ তলা এ ভব‌নের দ্বিতীয়তলা পর্যন্ত মা‌র্কেট র‌য়ে‌ছে। তৃতীয় থে‌কে ১১ তলা পর্যন্ত ১৮‌টি রেস্টু‌রেন্ট র‌য়ে‌ছে। এমন কি ভবনটির নিচতলায় ব‌র্হিগমন প‌থের নকশা ভে‌ঙে আ‌রেকটি রেস্টু‌রেন্ট করে ভবন কর্তৃপক্ষ। ফলে অ‌গ্নি ঝুঁ‌কি থাকায় ভবনটি সিলগালা করে দিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন।

এ সময় তিনজনকে আটক করা হয়েছে।