দেশের ৭ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮৯ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
শক্তি বাড়িয়ে রেমাল পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে। এটি অতি প্রবল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। আর বিকেল ৩টা থেকে উপকূলে রেমালের অগ্রভাগের প্রভাব পড়বে।
১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থাকবে। রেমাল সিভিয়ার সাইক্লোন স্ট্রোমে পরিণত হওয়ার সময় ১১০ থেকে ১২০ কিমি পর্যন্ত গতিবেগে ঝড়ো বাতাস বয়ে যাবে।
লঘুচাপটি বৃহস্পতিবার (২৩ মে) আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। পরদিন শুক্রবার (২৪ মে) সেটি নিম্নচাপে রূপ নেয়। এদিন রাতেই পরিণত হয় গভীর নিম্নচাপে। এরপর গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘রেমাল’ এ পরিণত হয় শনিবার (২৫ মে) সন্ধ্যায়।