বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্রথম সুপার এইটের ম্যাচে প্রথমবার বৃষ্টি হানা দেয় টসের আগে; বাকি দুই বার অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন। তৃতীয়বার বৃষ্টি কবলে পড়ে ম্যাচই পরিত্যক্ত হয়ে গেছে। এতে হার দিয়েই সুপার এইট পর্ব শুরু করলো বাংলাদেশ।
শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাজমুল হাসান শান্তর ৩৬ বলে ৪১ রান এবং হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ১৪০ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ঝোড়ো ব্যাটিংয়ে ১১ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলে অজিরা। এরপর খেলা শুরু না হওয়ায় বৃষ্টি-আইনে ২৮ রানে জিতেছে মিচেল মার্শের দল।