আগামীকাল (মঙ্গলবার) কোপা মিশনে নামছে লাতিন জায়ান্ট ব্রাজিল। শুরুতেই তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ জুন) সকাল ৭টায় ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও কোস্টারিকা। নামের ভার কিংবা শক্তিমত্তায় এগিয়ে সেলেসাওরা। ফিফা র‌্যাঙ্কিংয়েও দু’দলের পার্থক্য ৪৮ ধাপের। এখন পর্যন্ত ১১ বারের দেখায় ব্রাজিলের জয়ই ১০টি।

ব্রাজিল কোচ মনে করছেন, কোপা আমেরিকায় সাফল‍্যের জন‍্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধারাবাহিকতা ও ভারসাম‍্য। অভিজ্ঞ এই কোচ স্বীকার করে নিয়েছেন, মাঠে সমন্বয় এখনও সেভাবে গড়ে ওঠেনি। দরিভাল বলেন, ‘মাত্র তিন মাস আগে গড়া একটি দল, যেখানে ছেলেরা ১৫ বা ২০ দিন কাজের পর চলে যায়, তাদের মধ‍্য থেকে আমাদের একটা ভারসাম‍্য বের করে নিতে হবে।’

২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে ৪৮তম কোপা আমেরিকার আসর বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্ত হয়েছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল। সবমিলিয়ে ১৬ দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট।

অনলাইনে যেভাবে দেখবেন

বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে কোপার মহারণ। জানা গেছে, বাংলাদেশে খেলা দেখা যাবে স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে।

এ ছাড়া অনলাইনে ফ্রি দেখতে এখানে ক্লিক করুন।