নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবোঝাই ট্রলারে আগুন লেগে এক শ্রমিক নিহত হয়েছেন৷ এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন৷
বুধবার (২৬ জুন) দুপুর ১টা ৩২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম বলেন, “আগুন লাগার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়৷ এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ট্রলারে থাকা জ্বালানি ভর্তি ড্রাম বিস্ফোরিত হয়েছে বলে আপাতত ধারণা করা হচ্ছে।”