ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট নির্ধারণের ম্যাচে আজ শনিবার (১ জুন) রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। রিয়ালের ১৫তম নাকি বরুশিয়ার দ্বিতীয়, রাতে শিরোপার লড়াইয়ে মাঠে নামছে দু’দল ।

রিয়াল মাদ্রিদের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এখন নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়নরা ২ বছর আগেও শিরোপা জিতেছে। বলা হয়, চাপের মুহূর্ত কীভাবে সামলানোর কৌশল রিয়ালের খেলোয়াড়দের রক্তে মিশে গেছে। তাই ফাইনালের লড়াই নিয়ে রিয়ালের খেলোয়াড়দের অতিরিক্ত উন্মাদনার কিছু নেই।

রিয়ালের জন্য লড়াইটা অন্য পাঁচটা ফাইনালের মতো হলেও বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হারানো ঐতিহ্য ফেরানোর লড়াই। ২৭ বছর আগে প্রথম এবং শেষবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা দলটা এবার নিঃসন্দেহে পাখির চোখ করছে ইউরোপসেরার ট্রফিকে।

ম্যাচে আলাদা নজর থাকতে পারে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের দিকে। ফাইনালের আগ পর্যন্ত এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৫ টি গোল এবং ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। লিগটির কোনো এক মৌসুমে এর চেয়ে বেশি গোলে অবদান রাখার রেকর্ড আছে মাত্র একজনের। তিনি লুইস ফিগো। ব্রাজিলিয়ান তারকার সামনে সুযোগ এই তালিকায় আরও এগিয়ে যাওয়ার।