ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এরই মধ্যে লোকসভার ৫৪৩ আসনের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। আর এতে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি ও এর জোট জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)।
ভারতের এবারের নির্বাচনে একাধিক তারকা প্রার্থী রয়েছেন। মাসজুড়েই যারা মাঠে সরব ছিলেন নিজেদের প্রচারণা নিয়ে।
পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে লড়েছেন টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা, তৃণমূলের হয়ে লড়াই করেছেন চিত্রনায়ক দীপক অধিকারী ওরফে দেব। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ।
এদিকে পশ্চিমবঙ্গের হুগলি থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ‘দিদি নাম্বার ওয়ান’ খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জির কাছে হেরে গেলেন পর্দার বন্ধু অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়।
নির্বাচনী যাত্রায় পিছিয়ে নেই বলিউড তারকারাও। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির হয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার নিজ শহর হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে প্রার্থী হয়েছিলেন। প্রথমবার নির্বাচনে এসেই ৭২ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।