শিরোনাম

6/recent/ticker-posts

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে আন্দোলনকারীরা


সরকারি চাকরিতে প্রবেশে কোটাপ্রথা বাতিলের দাবিতে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে রাজধানী শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার বিকেলে ৫টার পর থেকে শাহবাগ মোড়ে আসতে থাকেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আটকানোর জন্য পুলিশ শাহবাগ থেকে বাংলা মোটরগামী রাস্তায় ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীদের অবস্থানের কারণে পুলিশ সরে যেতে বাধ্য হয়েছে। একই সঙ্গে ব্যারিকেড ভেঙে ফেলেছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

গত ১ জুলাই থেকে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা বাতিলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে রোববার থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করা হয়। রোববার ও সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।