নিজের নামে আর কোন প্রতিষ্ঠান না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাদারীপুরের শিবচরে একটি তথ্যপ্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নিজের নামে নামকরণ করতে দেখে তা থামিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার ১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম বৈঠককালে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি শিফট আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই আইনে শেখ হাসিনার নাম বাদ দিয়ে শুধু ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি শিফট আইন’ নাম দেওয়া হয়েছে।
একজন সাংবাদিক জানতে চান প্রধানমন্ত্রীর নামে অন্য কোনও প্রতিষ্ঠান হবে কি? জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উনার নামে উনি আর কোনও প্রতিষ্ঠান করবেন না।