সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে অবরোধ সমাবেশের পর রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এর ফলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে, শুক্রবার (১২ জুলাই) বিকেল পাঁচটার দিকে পূর্বঘোষিত কোনো অবরোধ কর্মসূচি না থাকলেও শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে সড়কে বসে পড়েন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বহালে গত ৫ জুনে রায় দেন হাইকোর্ট। তবে, কোটাব্যবস্থা বাতিলে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ৭ জুলাই থেকে তাদের বাংলা ব্লকেড কর্মসূচি চলে আসছে। প্রথম দুই দিন অর্ধদিবস অবরোধ চলার পর গত মঙ্গলবার একদিন বিরতি দিয়ে বুধবারও সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলে। এর মধ্যে সরকারের উদ্দেশে তারা যৌক্তিক কোটা সংস্কারে একদফা দাবি জানায়। গতকাল বৃহস্পতিবারও বিকেল থেকে রাত পর্যন্ত কর্মসূচি পালন করে তারা। এরপর শুক্রবার (১২ জুলাই) দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়।