বন্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, বন্যার্তদের সহযোগিতায় আমার মন্ত্রণালয়ের সকলেই এক দিনের বেতন প্রদান করবেন। আমি নিজে আমার পুরো মাসের বেতনই বন্যার্তদের সহযোগিতায় দিচ্ছি।
বন্যার শুরু থেকেই বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কীভাবে সামলে নেয়া যায় সেই প্রস্তুতি নেয়া হয়েছে। কেবিনেট মিটিংয়েও এ বিষয়ে আলোচনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
দেশের অর্থনীতির অগ্রগতি প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, আমাদের অর্থনীতি ভঙ্গুর পর্যায়ে আছে। এ আন্দোলনের আগে রিজার্ভ খুব কম ছিল। অনেকেই পালিয়ে যাওয়ার সময় দেশের লাখ লাখ কোটি টাকা সঙ্গে করে নিয়ে পালিয়ে গেছেন। দেশের ঋণের পরিমাণ ১৮ লাখ কোটি টাকা। এ ক্ষেত্রে দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে।