২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। নেপালের কাছে হেরে যায় ২-০ গোলে। পরের দুই মৌসুমেও ফাইনাল খেলেছিল লাল-সবুজের দল। দুবারই ভারতের কাছে হেরে যায়। চতুর্থবার ফাইনালে এসে ষষ্ঠ আসরে বয়সভিত্তিক টুর্নামেন্টটির শিরোপার দেখা পেয়েছে বাংলাদেশ। মিরাজুল ইসলামের জোড়া গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কোচ মারুফুল হকের দল।

বুধবার (২৮ আগস্ট) নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় মারুফুল হকের শিষ্যরা। স্বাগতিক দর্শকদের আনন্দে মাতার তেমন কোনও সুযোগই দেয়নি মিরাজুল-রাব্বি-পিয়াসরা। যদিও ম্যাচের ২০তম মিনিটে দারুণ গোলের সুযোগ তৈরি করেছিল নেপাল। সতীর্থের পাস থেক বল পান নিরাজন ধামি। চার ডিফেন্ডারকে কাটিয়ে ফাঁকায় থাকা নিরাজ কারকিকে পাস দেন তিনি। শুধু লক্ষ্যে শট নিতে পারলেই এগিয়ে যেতে পারত নেপাল। তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে বাংলাদেশের প্রথম শিরোপার পাশাপাশি নেপালের বিপক্ষেও প্রথম জয় এটি। এবারের আসরে গ্রুপপর্বে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২-১ গোলে হেরে যায়। এর আগে আরও তিনবার দেখা হয়েছিল দুদলের। দুটিতে নেপাল জিতেছিল, আর ড্র হয়েছিল একবার।