কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পতনের এক দফা ঘোষণার পর রাজধানীর শাহবাগ ও রাজু ভাস্কর্য ঘিরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় আন্দোলনকারীরা অবস্থান নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন।

প্রসঙ্গত, এর আগে শনিবার সরকার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে একদফা দাবির ঘোষণা দেন সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। আগামীকাল রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়। যদিও গতকাল শুক্রবারই দাবি আদায়ে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি দেয়ার কথা জানানো হয়।