পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করার পর আন্দোলনরত পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। চট্টগ্রামের জিইসি মোড়সহ বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা গেছে।

সোমবার (১২ আগস্ট) সকাল ৮টায় দেখা যায় রাজধানীর আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছে পুলিশ। অনেক জায়গায় পুলিশের সাথে আছে শিক্ষার্থীরা। আবার কিছু পয়েন্টে এখনোও ট্রাফিকের দায়িত্ব পালন করছে শুধু শিক্ষার্থীরা।

আগামী দুই থেকে তিনদিনের মধ্যে দেশের পরিস্থিতি সাভাবিক ও পুলিশের মধ্যে আতংক দূর হলে ট্রাফিক পুলিশ পুরোপুরি দায়িত্বে ফিরে আসবে বলেও জানানো হয়েছে।