পাকিস্তানে বাংলাদেশের ক্রিকেটাররা যখন মাঠে নামার অপেক্ষায়, ঠিক সেই সময় শুরু হয় বিসিবির জরুরী বৈঠক। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই খবর আসে পাপনের পদত্যাগের।
২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর বোর্ডের সভাপতির চেয়ারে বসেন তিনি। সেই থেকে দীর্ঘ এক যুগ নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশের ক্রিকেট। অবশেষে তিনি সরে দাড়ালেন।
অন্যদিকে, ফারুক আহমেদ বাংলাদেশের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন। বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার বাংলাদেশের হয়ে ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খেলেছেন।