শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল, আর পরদিন রোববার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২ আগস্ট) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় এই কর্মসূচি দেয়া হয়েছে।
অসহযোগ আন্দোলন সফল করার জন্য ছয়টি বিষয় তুলে ধরেছেন তারা। এই ছয়টি বিষয় হলো—১) কোনো ধরনের ট্যাক্স কিংবা খাজনা প্রদান করবেন না। ২) বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ অন্যান্য সকল সরকারি ইউটিলিটি বিল প্রদানে বিরত থাকুন। ৩) সরকারি-বেসরকারি সকল ধরনের প্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ রাখুন। ৪) সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখুন। ৫) রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকুন। ৬) সরকারি সকল ধরনের আয়োজন বর্জন করুন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কারফিউ জারি করে। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কারফিউ শিথিল করা হয়।
এই আন্দোলনে এখন পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সরকার। যদিও বিভিন্ন গণমাধ্যমে বলছে, এ সংখ্যা দুই শতাধিক।