শিরোনাম

6/recent/ticker-posts

বাংলাদেশ-ভারত টেস্ট: ১৪৯ রানে অলআউট বাংলাদেশ


সকালের সেশনে ভারত তাদের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুটা মোটেও ভালো হয়নি। মধ্যাহৃভোজন বিরতিতে যাওয়ার আগে হারিয়েছে ৩ উইকেট। সাদমান ইসলামকে বোল্ড করেন যশপ্রীত বুমরা। এরপর টানা দুই দলে জাকির হাসান ও মুমিনুল হককে তুলে নেন আকাশ দীপ। বাংলাদেশের স্কোর তখন ৯ ওভারে ৩ উইকেটে ২৬।

শেষ ব্যাটসম্যান নাহিদ রানা বোল্ড হওয়ার পর ধারাভাষ্যকক্ষে হার্শা ভোগলে বলছিলেন, এত ভালো ব্যাটিং কন্ডিশনে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে হতাশ করল বাংলাদেশ। আসলেই তাই। সবচেয়ে বেশি হতাশ করেছেন সাকিব আল হাসান ও লিটন দাস।


পরে, ভারতের দ্বিতীয় ইনিংসে তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পেলেন তাসকিন আহমেদ। ভারতীয় অধিনায়ক ও ওপেনারকে তৃতীয় স্লিপে জাকিরের ক্যাচে পরিণত করেন এই পেসার। ৭ বলে ৫ রান করে আউট হলেন রোহিত। দিনের খেলার ১৫তম উইকেট।