সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারে ওরসকে কেন্দ্র করে গান-বাজনাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দিয়েছে মাজার কর্তৃপক্ষ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে ওরসের নামে গান-বাজনা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বলে জানিয়ে মাজারের খাদিম সৈয়দ কাবুল আহমদ।
তিনি বলেন, তৌহিদি জনতার আন্দোলনের প্রেক্ষিতে মাজার কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়। তারপর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতি বৃহস্পতিবারে যে গান হতো তার পাশাপাশি ওরসেও গান বাজনা বন্ধ থাকবে। কাউকে বাধ্যযন্ত্র নিয়ে মাজার প্রাঙ্গণে না আসার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দেখা গেছে গান বাজনার আড়ালে এইখানে মাদকের ব্যবসা করা হয়। যা আমরা খাদিম পরিবার কোনো ভাবে সমর্থন করি না। এগুলোর তীব্র নিন্দা জানাই।