শিরোনাম

6/recent/ticker-posts

সাতক্ষীরায় জেলা পরিষদের গাছ কর্তনে জড়িতের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


সাতক্ষীরায় জেলা পরিষদের গাছ কর্তনে জড়িত মূল হোতা জিয়া ও কেয়ার টেকার তারেককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার(২৫ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদরের গোবরদাড়ি বাজার এলাকায় গ্রাম বাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ী আল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম মিল্টন, সাইফুল ইসলাম, আবু ইউসুফ, মিজান উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধভাবে সরকারি গাছ কাটার ঘটনায় স্বপন বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হলেও মূল হোতা জিয়া ও জেলা পরিষদের কেয়ার টেকার তারেক ধরা ছোয়ার বাইরে রয়েছে।এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক গাছ কর্তনে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

এদিকে, এ ঘটনায় দায়েরকৃত মামলায় কর্তনকৃত গাছ সরিয়ে নেওয়ার কথা বলা হলেও তা সঠিক নয়। গাছগুলো ঘটনাস্থলেই আছে, কিন্তু গা ঢাকা দিয়েছে মূল হোতারা। অনতিবিলম্বে তাদের গ্রেফতার ও সঠিক বিচারের দাবি জানান এলাকাবাসী।