একসময় উরুগুয়ে ফুটবলের সুপারস্টার বলা হতো লুইজ সুয়ারেজকে। বিপদের সময় দলকে জয় এনে দেওয়ায় ছিল তার কাজ। তবে সবশেষ কোপা আমেরিকায় সেরাটা দিতে পারেননি তিনি। বেশি ভাগ সময় বসে থাকতে হয়েছে বেঞ্চে। ২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন এই তারকা ফুটবলার।

সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জীবনের সবচেয়ে আবেগময় সিদ্ধান্তের কথা জানান ৩৭ বয়সী এই ফরোয়ার্ড। সংবাদ সম্মেলনে সুয়ারেজ বলেন, ‘কখন অবসর নেয়ার সঠিক মুহূর্ত, তা জানার চেয়ে গর্ব করার মতো ভালো আর কিছু নেই। সৌভাগ্যবশত আমি আত্মবিশ্বাসী যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ, আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই। আমার বয়স ৩৭ বছর। আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন। এটা আমাকে অনেক সান্ত্বনা দেয় যে, আমি নিজে অবসর নিতে পারছি। ইনজুরির কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না। অথবা দল থেকে বাদ পড়ার কারণেও অবসর নিচ্ছি না।’

আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) উরুগুয়ের জার্সিতে শেষবার দেখা যাবে সুয়ারেজকে। এদিন প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ দিয়ে শেষ হবে উরুগুয়ে ফুটবলের সুয়ারেজ অধ্যায়। সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে ৩৭ বয়সী এই ফরোয়ার্ড।

সুয়ারেজ বলেন, কখন অবসর নেয়ার সঠিক মুহূর্ত, তা জানার চেয়ে গর্ব করার মতো ভালো আর কিছু নেই। সৌভাগ্যবশত আমি আত্মবিশ্বাসী যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ, আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই। আমার বয়স ৩৭ বছর।