আইপিএলের শুরু থেকেই মাঠে সরব থাকেন বলিউড বাদশা শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। ভারতীয় সিনেমা জগতের অনেকেই টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি কিনেছেন, এখনও তারা আছেন। বিপিএলে কেটে গেছে দশটি আসর। এবারই প্রথম ঢালিউডের কেউ এলেন মালিকানায়। তাও একই দলে আছেন দুজন সিনেমা তারকা। ঢালিউড কিং শাকিব খান কিনেছেন ঢাকা ক্যাপিটালস। তার সঙ্গে আছেন আরেক অভিনেতা মামনুন হাসান ইমন।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে সকাল সাড়ে এগারোটায় শুরু হয় একাদশ বিপিএলের ড্রাফটের কার্যক্রম। এবারের ড্রাফটে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটারকে তোলা হয়
চলুন এক নজরে দেখে নেই ড্রাফট শেষে দলগুলো :
ঢাকা ক্যাপিটালস সরাসরি চুক্তি : মোস্তাফিজুর রহমান, তানজিদ তামিম। বিদেশি সরাসরি চুক্তি : জনসন চার্লস, স্টিফেন এসকানজি, শাহনেওয়াজ দাহানি। ড্রাফট থেকে : লিটন দাস, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবু জায়েদ রাহি, সাইম আইয়ুব, আমির হামজা, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান, শাহাদাত হোসেন দিপু।
চিটাগং কিংস সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম। বিদেশি সরাসরি চুক্তি : মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো। ড্রাফট থেকে : শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল, মোহাম্মদ মিথুন, নাইম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।
দুর্বার রাজশাহী সরাসরি চুক্তি : এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ। ড্রাফট থেকে : তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, সানজামুল ইসলাম, মেহরাব হোসেন, আকবর আলি, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ।