শিরোনাম

6/recent/ticker-posts

স্বামীসহ সাবেক এমপি হেনরি ৭ দিনের রিমান্ডে


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জানা যায়, বিকেলে আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক উভয়ের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত সোমবার মৌলভিবাজার থেকে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে গ্রেফতার করে র‌্যাব।