শিরোনাম

6/recent/ticker-posts

রাজধানীতে রেস্টুরেন্টে আগুন : ৭ জন জীবিত উদ্ধার


প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় উত্তরার ‘লাভলীন’ রেস্তোরাঁয় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ২ মিনিটে ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের ওই রেস্তরাঁর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

এরই মধ্যে ওই ভবন থেকে ৭ জনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে।

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

এদিকে, তীব্র কালো ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডের পর সিলিন্ডার বিস্ফোরণ হতেও দেখা গেছে।