টোল পরিশোধের সময় সারিতে দাঁড়িয়ে থাকা তিনটি যানবাহনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারের ভেতরে প্রাণ হারান এক ব্যক্তি। গুরুতর আহত একই পরিবারের পাঁচজনের রাজধানী ঢাকায় নেয়ার পথে একে একে তাদের মৃত্যু হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ৬ মিনিট ২৭ সেকেন্ডে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় মর্মান্তিক এক দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ধলেশ্বরী টোল প্লাজার সিসিটিভির ফুটেজ থেকে দেখা গেছে, টোল প্লাজায় একজন মোটরসাইকেলচালক টোল পরিশোধ করছিলেন। মোটরসাইকেলটির পেছনে সিরিয়ালে ছিল একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে টোল প্লাজায় ঢুকে প্রাইভেটকার-মাইক্রোবাস ও মোটরসাইকেল ধাক্কা দিয়ে সামনের দিকে চলে যায়। ফুটেজে আরও দেখা যায়, যখন দ্রুতগতিতে টোল প্লাজায় বাসটি ঢুকে পড়ে এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেল চালকের পেছনে থাকা একজন নারীকে পিষে ফেলে বাসটি।