রাবি প্রতিনিধি :

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, গণঅভ্যুত্থানের গ্রাফিতির ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপনের দাবি এবং আদিবাসী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলাসহ সংক্ষুব্ধ ছাত্র-জনতার উপর পুলিশি হামলার বিচার চেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করে।

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্ত্বর থেকে সকাল ১১টায় এ মিছিল শুরু হয় এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রদক্ষিণ করে পুনরায় বুদ্ধিজীবী চত্ত্বরে উপস্থিত হয়।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়, “জ্বালো রে জ্বালো আগুন জ্বালো”,“আমার ভাইকে মারলো কেন, রাষ্ট্র তোমার জবাব চাই”, “লড়াই হবে সমান তালে, পাহাড় কিংবা সমতলে”,“আমরা নই উপজাতি, আমরা সবাই বাংলাদেশি”,“তোমার আমার পরিচয়, আদিবাসী আদিবাসী, "সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না" “উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না" ইত্যাদি।

এসময় আদিবাসী স্টুডেন্ট এসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক প্রিন্স হেমন্ত টুডু বলেন, আমাদের ইতিহাস দেখলে বুঝতে পারবেন আদিবাসীরা অনেক আগে থেকে এ জন্মভূমিতে নিষ্পেষিত, নির্যাতিত। আমাদের উপজাতি বলা হয়, ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হয়,নিগ্রো বলা হয়, আমরা এগুলো তীব্র নিন্দা জানাই। আপনারা সামান্য গ্রাফিতি দেখে আমাদের উপর ইন সিকিউরিটি ফিল করেন। আমাদের শুধুমাত্র আদিবাসী বলতে আপনারা ইনসিকিউরিটি ফিল করেন। আপনারা যারা উগ্রবাদী আছেন শুধু আপনাদের সংখ্যাটা দেখুন। আমাদের আদিবাসী সমাজ জেগেছে বাংলাদেশ জেগেছে। আর আমাদের অধিকার আদায়ের না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক, মোহাম্মদ আলী রেজা বলেন, চল্লিশ হাজার বছর আগে থেকে বাংলাদেশে মানুষের বসবাসের ইতিহাস আছে, এই ইতিহাসকে কেউ অস্বীকার করতে পারবে না। আদিবাসী কথাটা চিন্তা করতে গেলে তাদের অধিকারের কথা আসে কিন্তু আমরা তাদের সেই অধিকারকে অস্বীকার করি। পাঠ্যপুস্তকে যে গ্রাফিতি আকাঁ হয়েছিলো, সেটা তো এই আন্দোলন করা ছেলেমেয়েরা করেনি, তাহলে কেনো তা পাঠ্যপুস্তকে সংযোজন করা হলো এবং কেনো তা মুছে দিয়ে আদিবাসীদের রক্তাক্ত করা হলো?

তিনি আরো বলেন, বর্তমান সরকারের কাছে আমার প্রশ্ন, জুলাই বিপ্লবের চেতনা কী? যারা এই দোলনকারীদের উপর হামলা করেছে আমি মনে করি তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না। জুলাই বিপ্লবকে ব্যার্থতায় পর্যবসিত করার জন্য বর্তমান সরকারকে কঠিন জবাব দিতে হবে। দেশের কোনো গোষ্ঠী বা অংশকে বাদ দিয়ে যদি এ সরকার জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করতে চায় তা পারবে না।

মিছিলটি সঞ্চালনা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক হাসান শাহারিয়ায় আলিফ। মিছিল ও সমাবেশে বিভিন্ন সংগঠন এবং শিক্ষার্থী একাত্মতা প্রকাশ করেন।
এসময় বিভিন্ন সংগঠনসহ শতাধিক শিক্ষক -শিক্ষার্থী উপস্থিত ছিলো।